রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ গোপন সংবাদে অভিযান চালিয়ে পিরোজপুর সদর উপজেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে সাত বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার দক্ষিণ মাছিমপুর এলাকা থেকে গাড়িসহ ওই সাত বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই সাতটি বস্তায় মোট ৭৯০ বোতল ফেনসিডিল ছিল বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
পিরোজপুর সদর থানার এসআই মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে পৌর এলাকার মাছিপুরের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পাশের এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রাস্তায় থেমে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ওই গাড়ির মধ্যে সাতটি বস্তায় থাকা মোট ৭৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ গাড়িটিসহ উদ্ধারকৃত ফেনসিডিলগুলো পিরোজপুর সদর থানায় নিয়ে আসে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে পুলিশের অভিযান চলার কারণে মাদক কারবারিরা পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে ওই সাত বস্তা ফেনসিডিলসহ গাড়িটি রেখে পালিয়ে যায়।
বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের সত্যতা স্বীকার করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ফেনসিডিলসহ গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।
Leave a Reply