বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর আঃ রব সেরনিয়াবাত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। এঘটনায় পশ্চিম রহমতপুর এলাকার প্রভাবশালী মূখার্জি পরিবারের রনজিৎ মূখার্জির ছেলে ধর্ষক অভিজিৎ মূখার্জি (২৬) কে আসামি করে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়েরর সত্যতা নিশ্চিত করেছেন এসআই এনামুল। মামলা নং-০২,তারিখ-০১-০৩-২০২০ইং। মামলা ও ছাত্রীর পরিবার সূত্রে জানাযায়, ধর্ষনের শিকার ওই ছাত্রী প্রতিদিনের ন্যায় শনিবার ২ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। বিদ্যালয়ের ক্লাশ শেষে বাড়িতে ফেরার পথে রহমতপুর বাজার সংলগ্ন কৃষি গবেষণার গেটের সামনে বসে নাকের সামনে রুমাল ধরে অচেতন করে অজ্ঞাত জায়গায় নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে ধর্ষক অভিজিৎ মূখার্জি।
বিমানবন্দর থানাসূত্রে জানাযায়, মামলার আসামী অভিজিৎ মূখার্জিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমকে চিকিৎসা ও ডিএনএ টেষ্টের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অনেক খোজাখুজির পর রোববার নুতনহাট নামক স্থান থেকে তাদের উদ্ধার করার পর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানায় মামলার বাদী কাজী মিজানুর রহমান। তিনি আরো বলেন, বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত মামলা না করার জন্য থানার সামনেই হুমকিধামকি দেয় ধর্ষকের চাচা সুভাল মূখার্জি।
সনাতন ধর্মালম্বি মূখার্জি পরিবারে সন্তান হয়ে একটি মুসলিম পরিবারের নাবালিকাকে অপহরণের পর ধর্ষণ করায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে কোনা সময় সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে ওই এলাকায়। উত্তেজনা এড়িয়ে যেতে পুলিশি তৎপরতা জোরদারের জন্য দাবি জানিয়েছে সুশীল সমাজ।
উল্লেখ্য ধর্ষক অভিজিৎ মূখার্জি ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে ৪র্থ ও ৫ম শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় প্রাইবেট পড়াতো।
Leave a Reply