সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশের ন্যায় থমকে গেছে গোটা বরিশাল জেলা। প্রানঘাতী করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে নিন্ম আয়ের খেটে খাওয়া দিনমজরু পরিবারগুলোর মাঝে খাদ্রসামগ্রী বিতরন করেন ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে নিজ অর্থয়ানে বুধবার (২২ এপ্রিল) নগরীর ২৯ ওয়ার্ডের শাহ পরান সড়ক ও আব্দুল রাজ্জাক খান সড়কে ২০০ অসহায় গৃহহীন, দিনমজুর অভুক্তদের মাঝে ৫ কেজি চাল,২ কেজি আলু বিতরণ করা হয়।
সরকারের নির্দেশনা মেনে গণজমায়েত না করে সামাজিক দুরত্ব বজায় রেখে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে কাউন্সিলর ফরিদ আহমেদ এলাকার যুবসমাজদের উদ্যোগে বুধবার সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে অসহায় অভুক্তদের কাছে গিয়ে খাদ্যসামগ্রী বিতরন করেছেন। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে নির্দেশনা মোতাবেক সকলকে নিজ নিজ অবস্থানে সতর্কতার সাথে ঘরে থাকার জন্য বলা হয়েছে।
মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে জনসচেতনতা ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহৃত রয়েছে। শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে হতদরিদ্র পরিবার খুঁজে খুঁজে বুধবার যুবসমাজের উদ্যোগে কাউন্সিলর ফরিদ আহমেদ দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেন।
সময় উপস্থিত ছিলেন,২৯ নং ওয়ার্ড ত্রান বিতরনের সদস্য বাপ্পি তালুকদার ও মেহেদি,উপস্থিত ছিলেন,আজাদ খান,দুলাল খান,কামাল হোসেন, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ নুরে আলম রুবেল মোল্লা, সেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির,মিঠু সিকদার, মামুন হাওলাদার,জসিম হাওলাদার আরিফ খান। কাউন্সিলয়র ফরিদ আহমেদ বলেন,বিসিসির পক্ষ থেকে আব্দুল রাজ্জাক খান সড়কে গাড়ি প্রবেশ না করার কারনে প্রায় চারশত অসহয় পরিবার খাদ্যসামগ্রী থেকে বঞ্চিত রয়েছেন। বাকি যারা রয়েছেন তাদের আজ দেয়া হবে ।
Leave a Reply