বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০১ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ পাতারহাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর আলহাজ্ব আহম্মদ হোসেন সিকদারের সহধর্মীনি ও মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাহামুদুল হাসান ফরিদ’র মায়ের মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আছর সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় সংলগ্ন মরহুমার নিজ বাড়িতে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পাতারহাট বন্দর ব্যবসায়ী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংবাদিক জোট ও সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)র সকল নেতৃবৃন্দসহ সর্বস্থরের মানুষ অংশগ্রহণ করেণ। পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply