শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জে শহীদ মানিক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেণ সংসদ সদস্য পংকজ নাথ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, এই টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশের স্টার প্লেয়ার হবে। শহীদ মানিক স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু করেছি এটি একদিন মেহেন্দিগঞ্জবাসীর মাঝে নিদর্শন হয়ে থাকবে।
এই ফুটবল টুর্নামেন্ট জনগণের মাঝে সর্বোচ্চ জনপ্রিয় হওয়ায় প্রতিনিয়ত হাজার হাজার দর্শকের সমাগম ঘটে টুর্নামেন্টে। এসময় সংসদ সদস্য অনেক প্রতিকূলতার মাঝেও মেহেন্দিগঞ্জ উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক সাহাবুদ্দিন হিমু টুর্নামেন্ট পরিচালনা করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেণ। টুর্নামেন্টে ট্রাইবেকারে চুনারচর একাদশকে পরাজিত করে চরহোগলা একাদশ চ্যাম্পিয়ন হয়। উভয়দলের খেলোয়াড়ের মাঝে চ্যাম্পিয়ন ও রানার-আপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, শহীদ শাহ্, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু, ইউপি চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী, ইউপি চেয়ারম্যান মোস্তফা রাঢ়ী, ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান লিটন, কাউন্সিলর সোহেল মোল্লা, কাউন্সিলর নাদিম মাহামুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক সুমন ফরাজী, কাউন্সিলর জিএস হাবিবুর রহমান খোকন, কাউন্সিলর আলী আব্দুল্লাহ্ দোলন, কাউন্সিলর মনির জমদ্দার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, উপজেলা ক্রীড়া কমিটির নেতৃবৃন্দ, ফুটবল সাব কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকালে সংসদ সদস্য পাতারহাট উত্তর বাজার মসজিদের পার্শ্ব থেকে বাজিৎখা পর্যন্ত কার্পেটিং রাস্তার উদ্বোধন করে চরবউডোবা ব্রিজ উদ্বোধন, দড়িরচর খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার উদ্বোধন শেষে সন্ধ্যায় সদর ইউনিয়নের বাজিৎখা গ্রামে ২৮০টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেণ।
Leave a Reply