শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধিঃ মুলাদীর চরকালেখান ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৬জন আহত হয়েছে। হাসপাতালে ভর্তি আহত সুত্রে জানাগেছে, চরকালেখান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরকালেখান গ্রামের আঃ রহিম আকনের পুত্র মারুফ হাসান এলেমের সাথে একই বাড়ীর জসিম আকনের স্ত্রী নুরজাহান বেগমের সাথে বাড়ীর উঠানে রশি টানানো নিয়ে শুক্রবার বিকাল ৩.৩০মিনিটের দিকে কথা কাটাকাটির সৃষ্টি হলে জসিম আকন সেখানে আসলে তার উপর চড়াও হয় এলেম।
এসময় দুজনের মধ্যে হাতাহাতির সৃষ্টি হলে, এলেম তাদের চাচাতো ভাইদের খবর দিলে চাচাতো ভাই ফজলু আকন, মন্নান আকন, কাশেম আকন, সায়েম আকন, ছত্তার আকন সেখানে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে মন্নান আকন (৮০), জসিম আকন (৩৫) ও তার স্ত্রী নুরজাহান বেগমক, রাশিদা বেগম (৪০) কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এসময় উভয় পক্ষের ৬জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহতদের বরিশাল সেবাচিমে প্রেরন করেন। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন জসিম আকনের পরিবার।
Leave a Reply