বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে মর্মান্তিক মটরসাইকেল দুর্ঘটনায় ঘটনা স্থলেই ৩জনের মৃত্যু হয়েছে। জানাগেছে, মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বড়ইয়া নলীকান্দি গ্রামের মৃত মোনাসেফ নলীর পুত্র রাজিব নলী (২৫), চাচা মোঃ হারুন নলী (৪৫) ও চাচাতো চাচা মৃত খালেক হাওলাদারের পুত্র ইদ্রিস হাওলাদার (৫৫) গতকাল রবিবার রাজিবের জন্য মেয়ে দেখে মটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে বেলা ১১.৪৫মিনিটের সময় মুলাদী-মীরগঞ্জ সড়কের মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষীপুর কাজিরহাট বাজার সংলগ্ন ঈদগাঁ ময়দানের দক্ষিন পাশে পৌছে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে চাম্বল ও দেবদারুন গাছের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।
এতে মটরসাইকেলে থাকা তিনজনই ঘটনা স্থলে মৃত্যু বরণ করেন। খবর পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ও মটরসাইকেল থানায় নিয়ে আসেন বলে জানান মুলাদী থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান।
Leave a Reply