শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে আলোচনা সভা, সনদপত্র বিতরন, যুব ঋনের চেক ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন সহ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় মুলাদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব উন্নয়নের সংস্লিষ্ঠ নেতৃবৃন্দ। এসময় যুবকদের মাঝে যুব ঋনের চেক বিতরন করা হয় এবং রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply