রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সাতক্ষীরায় ষষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দিবাগত রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে আজ সোমবার সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গত রবিবার রাতের খাবার শেষে তার মেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। তিনি স্বামী ও অন্য শিশু সন্তানকে নিয়ে পাশের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে প্রতিবেশী বালিয়াডাঙ্গা গ্রামের কামরুল ইসলামের ছেলে একরামুল ইসলাম (২০) কৌশলে ওই মেয়ের ঘরে প্রবেশ করে।
তিনি আরো জানান, ঘুমন্ত অবস্থায় মেয়েকে তুলে নিয়ে বাড়ির ছাদে চলে যান। সেখানে ওই ছাত্রী ঘুম থেকে জেগে গেলে গলায় ছুরি ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়ে বাড়ির সবাইকে ঘটনা জানালে আজ সোমবার সকালে ওই ছাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয় এক জনপ্রতিনিধির সহায়তায় দুপুরে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ অভিযুক্ত একরামুলকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
Leave a Reply