শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন
এস এম তুষারের কলাম ॥
১.রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারে গনতন্ত্র অব্যাহত রাখার আহবান জানিয়েছেন। বাংলাদেশে এ পর্যন্ত কোন খারাপ রাষ্ট্রপতি আসেনি। এরশাদ সাহেবতো জেনারেল আর মোশতাকতো মোনাফেক। আসেনি কারন রাষ্ট্রপতির কাছে রাজনৈতিক ক্ষমতা নেই। থাকলে কি হতো সেটা অন্য বিষয়। রাষ্ট্রপতি হামিদ সাহেব নিরিবিলি মানুষ। মজার মজার কথা বলেন। আমাদের মধ্যে হাসি নেই। হাসিনা ম্যাডাম আছেন, হাসি আপা আছেন। হামিদ স্যারের কথায় আমরা নির্ভেজাল আনন্দ পাই। দুনিয়ার কম রাষ্ট্রপতিই কথার দ্বারা প্রজাদেরকে আনন্দ দিতে পারেন। ২. ইভিএম মানে ইলেকশন ফর দ্য ভোটিং মানি। তবে বিএনপির মতে এর আরেকটা মানে, অবস্থা খারাপ দেখলে হার্ডওয়্যার /সফটওয়্যার দ্বারা দেখানো যাবে ওয়ালিউল ইসলাম ছুক্কু মিয়া ৪২০ ভোটে বিজয়ী ৩.সবার মধ্যেই ছোটোখাটো স্বৈরাচার ঘাপটি মেরে থাকে। যেমন ইসির সিদ্ধান্ত ছোটোখাটো ভুল যা প্রার্থী উপস্থিত সংশোধন করতে পারেবে তেমন ভুলে মনোনয়নপত্র বাতিল করা যাবেনা। তার মানে ইতিপূর্বে ইসি কোনো কোনো প্রার্থীর কাছে ছিলো নির্মম। ৪, মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে ৬টি আসনের মনোনয়নপত্র জমা দেয়া হচ্ছে। জনগন পূর্বেই জানলো যে যত ভোটে বিজয়ী হোক তারা মূলতঃ হাসানাতীয় সিন্ডিকেটের। এমন সংবাদে স্বৈরাচারী ধারনা মোটাতাজা হয় ৫. খবরঃ নির্বাচনমুখী আওয়ামী লীগ নেতারা। বিএনপি তাকিয়ে কেন্দ্রের দিকে। তবে আমাদের ধারনা সংবাদটা শেষ হয়নি। কেন্দ্র তাকিয়ে বেগম খালেদা জিয়ার দিকে, ম্যাডাম তাকিয়ে জেলখানার দিকে, জেলখানা তাকিয়ে বৃটিশদের দিকে, বৃটিশরা তাকিয়ে ম্যারিকার দিকে, ম্যারিকা তাকিয়ে রাশিয়ার দিকে, রাশিয়া তাকিয়ে পুতিনের দিকে, পুটিঁমাছ রুই-কাতল দ্যাখে না টাকিনা মাছ দ্যাখে সেইটা জানার নামই জ্ঞান। ৬. খবরঃ ছাত্রীদের পিকনিকে যেতে হবে অন্যথায় পরীক্ষার ফরম পূরন হবেনা। শাহ্ মোয়াজ্জেম সাহেব বলেছেন- এরশাদ স্বৈরাচার? তাইলে আপমেরা কোন আচার? আমের আচার? ৭. দেশের সব রাজনীতিবিদ কথায় কথায় বলে জনগন। কিন্তু তাদের সাথে জনগন নেই। মন্ত্রী পরিষদ আছে, ব্যবসায়ী আছে, গুন্ডাপান্ডারা আছে, থানা-পুলিশ আছে, কিন্তু জনগন নেই। তাদের জনসমাবেশে থাকে নেতা-কর্মী, পুলিশ, মাইকের অপারেটর, বেকার পথচারী। জনগন থাকে হোসেন মোল্লার দাতেঁর মাজনের ক্যানভাসে। একজন মাঁিড়র দাঁতের রোগী শক্ত কব্জিতে যেভাবে দাঁতের মাজনের শিশি বোতল আকঁড়ে ধরে রণাঙ্গনে একজন সৈনিকও তেমনভাবে গ্রেনেড আকঁড়ে ধরেনা।
Leave a Reply