শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধি ॥ উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু, সাধারণদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে পাবেন দলীয় মনোনয়ন এ নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে বিপনী বিতান, অফিস আদালতে চলছে টপ অব দা টাউন। আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি জেলায় বিশেষ বর্ধিত সভার মাধ্যমে স্ব স্ব উপজেলায় মনোনয়ন চূড়ান্ত করার নির্দেশনা প্রদান করা হয়।
সে মোতাবেক শনিবার বিকেলে বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, উজিরপুর-বানারীপাড়া আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলমসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ঐ সভায় উজিরপুর উপজেলার ১৩ জন সম্ভাব্য প্রার্থী সাক্ষাৎকার প্রদানের জন্য উপস্থিত হন।
বিভিন্ন আলোচনা পর্যালোচনায় একক প্রার্থী নির্বাচিত না করার কারণে ঐ সভায় ৩ জন মনোনয়ন প্রত্যাশীর নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করার জন্য সিদ্ধান্ত গ্রহন করে জেলা আওয়ামীলীগ।
এর মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু।
তবে মূল বিশ্লেষণ চলছে দুই প্রার্থীর মধ্যে। একদিকে সদা হাস্যজ্জ্বল ত্যাগী নেতা উজিরপুর সরকারি ডব্লিউ. বি. ইনস্টিটিউশনের বার বার নির্বাচিত সভাপতি, রাজনীতিবিদদের সাথে যার রয়েছে গভীর সম্পর্ক, উদার মনের মানুষ সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু।
অপরদিকে চৌকষ রাজনীতিবিদ কর্মীবান্ধব বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী, প্রতিটি অঞ্চলে যার রয়েছে একচ্ছত্র আধিপত্য, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, বর্তমান উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল। তবে পিছিয়ে নেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বরিশাল জেলা পরিষদের সদস্য, শেরে বাংলা পাইলট বালিকা বিদ্যালয়ের বার বার নির্বাচিত সভাপতি এস.এম জামাল হোসেন।
তিনি অনেক ক্ষেত্রে না চাইতেও অনেক কিছু পেয়ে বসেন। আর মাত্র ৩ দিন বাকী। আগামী ৮ ফেব্রুয়ারী চূড়ান্ত দলীয় মনোনয়নের টিকিট নিয়ে কে হাসবেন বিজয়ের হাসি এটাই দেখার অপেক্ষা মাত্র।
মনোনয়ন প্রত্যাশীদের মাধ্যে যারা উপস্থিত হয়েছিলেন তারা হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুখেন্দু শেখর বৈদ্য, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আঃ খালেক আজাদ, জেলা পরিষদ সদস্য আওরঙ্গজেব, উর্মিলা বাড়ৈ, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ, আওয়ামীলীগ নেতা শঙ্কর মজুমদার, ইউপি চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির, অধ্যক্ষ শাহাদাত হোসেন, আঃ খালেক রাড়ী প্রমূখ।
Leave a Reply