রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে প্রায় ২০০ বছরের প্রাচীন পুরাকীর্তির (কুলুবাড়ি) মূল স্থাপনাটি বুধবার দিনগত মধ্যরাতে বিকট শব্দে ধসে বিধ্বস্ত হয়েছে। ওই ভবনে কেউ বসবাস না করায় কোনো প্রাণহানি ঘটেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরুখালীর কুলুবাড়ির (বর্তমান রায়বাড়ি) মূল ভবন, গেট, মন্দির ও মঠ। এখানের মূল অট্টালিকা দীর্ঘ এক যুগেরও বেশি পরিত্যক্ত হওয়ায় চলতি বর্ষা মৌসুমে মূল ভবনটি নাজুক অবস্থার সৃষ্টি হয়। বুধবার গভীর রাতে ভবনের সামনের অংশ বিধ্বস্ত হয়ে যায়।
এখানে রয়েছে নান্দনিক নির্মাণশৈলী আর দৃষ্টিনন্দন কারুকার্যখচিত অতি পুরাতন তিনটি বিশালাকৃতির অট্টালিকা। একটি দারুণ নকশাখচিত দুর্গামন্দির ও বেশ কিছু মঠ। প্রাচীনকাল থেকে এ বাড়িকে ঘিরে মেলাসহ হিন্দুদের নানা ধর্মীয় অনুষ্ঠান হতো। এখনো প্রতি বছর এখানে দুর্গা উৎসব, কালীপূজা ও বার্ষিক কীর্তন অনুষ্ঠিত হয়। তবে আগের মতো অনুষ্ঠানে এখন আর সে প্রাণ নেই।
Leave a Reply