শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি।।ভোলার তজুমদ্দিন বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্যদের ধারনা। আজ ১৬ জানুয়ারী দুপুর পৌনে ২টায় জেলার তজুমদ্দিন বাজারে এ আগুনের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানাগেছে, সদর রোডের শহিদ মাঝি’র মুদি দোকানের বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন ক্ষতিগ্রস্থ্যরা।
আগুন দেখার মুহুর্তের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তজুমদ্দিন ও লালমোহন উপজেলার ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে ৬টি ইউনিট প্রায় ২ঘন্টার চেস্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান,ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা।
তজুমদ্দিন থানার ওসি মো: ফারুক আহম্মদ জানান, আনোয়ার হাওলাদারের মেশিনারী ষ্টোর, মা-মনি টেলিকম সেন্টার, অজিউল্যহি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, নাছির মেটাল, জাহাঙ্গীর পাটর্স ষ্টোর, দ্বীপ ষ্টোরসহ, ছোট বড় প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন জানান, তজুমদ্দিন, লালমোহন, বোরহানউদ্দিন ও ভোলা সদরসহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে।
Leave a Reply