বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে মটর সাইকেলের ধাক্কায় হাজেরা বিবি (৯২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের উত্তর ভিকাখালী গ্রামের গাজীর রাস্তা এ ঘটনা ঘটে। নিহত হাজেরা বিবি উত্তর ভিকাখালী গ্রামের মৃত মোসলেম আকনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে নিজ বাড়ি থেকে উপজেলার ভিকাখালী গ্রামের গাজীর রাস্তায় যায় হাজেরা বিবি। এ সময়ে অপরদিক থেকে আসা একটি বাইসাইকেল তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply