সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কারখানা নদীতে সুন্দরবন-৮ লঞ্চের ধাক্কায় মহিষবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে ট্রলার মালিক নুরুল আলম ও তার সহযোগী মনির হোসেনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে মহিষ নিয়ে ট্রলারে করে লক্ষ্মীপুর যাচ্ছিলেন তারা। ত্রুটি দেখা দিলে কারখানা নদীতে ট্রলার থামিয়ে মেরামত করা হচ্ছিলো। এসময় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সুন্দরবন-৮ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। ভোর ৪ টার দিকের এই ঘটনায় ট্রলারের মালিক নুরুল আলম ও তার সহযোগী মনির হোসেন নদীতে ছিটকে পড়ে। পরে উদ্ধার কাজে অংশ নিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুরে তাদের লাশ উদ্ধার করে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের লিডার মো. খবির উদ্দিন হাওলাদার জানান, এই ঘটনায় বরিশাল থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় কোনও মহিষ হতাহত হয়নি বলে জানান তিনি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আহত আবদুল খালেককে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply