শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে বউভাত আয়োজন করায় ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ জুন) দুপুরে নাটোরের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার একটি বউভাত অনুষ্ঠানে এই অর্থদণ্ড করেন। দণ্ডপ্রাপ্ত রনজিত সরকারি নর্থ বেঙ্গল সুগার মিলে চাকরি করেন।
জানা যায়, লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বিভাগ গ্রামে রঞ্জিত হোসেন শনিবার দুপুরে তার ছেলে নাজমুল হোসেনের বউভাত আয়োজন করে। এই আয়োজনে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ১১০০ আত্মীয়স্বজনকে আমন্ত্রণ জানানো হয়। দুপুর থেকে আমন্ত্রিত অতিথিদের ৩টি প্যান্ডেলে ভূরিভোজ করানো হয়। তবে বেশিরভাগ মানুষের মুখে ছিল না মাস্ক।
এই অবস্থায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বউভাতের অনুষ্ঠানস্থলে যান। পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে আয়োজক রঞ্জিত হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।
ইউএনও শাম্মী আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ১১০০ মানুষের সমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে বউভাতের অনুষ্ঠান চলছে। যা করোনা পরিস্থিতিতে দণ্ডনীয় অপরাধ। কেউ যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply