বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধিঃ ২০০৪ সালের ২১আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রান বাচাতে আওয়ামীলীগ নেতাকর্মীদের মানব প্রাচীর তৈরির সময় উপর্যপরি গ্রেনেড হামলায় মুলাদীর নাজিরপুর ইউনিয়নের রামারপুল গ্রামের সন্তান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এবং পরবর্তিতে আওয়ামীলীগের ত্রান বিষয়ক সহ-সম্পাদক মোস্তাক আহম্মেদ সেন্টু নিহত হন।
এছাড়াও অনেকেই শহীদ হন এবং এখনও গ্রেনেডের স্প্রিন্টের ক্ষত বয়ে বেড়াচ্ছেন অনেকেই। ২১আগষ্ট এলেই আলোচনা সভা, কবর জিয়ারত, দোয়া মোনাজাতের মধ্যদিয়ে শহীদ মোস্তাক আহম্মেদ সেন্টুকে স্বরণ করে মুলাদী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন।
ভাই মুলাদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রজন্মলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান নিলু জানিয়েছেন ২১আগষ্টে প্রয়াত মোস্তাক আহম্মেদ সেন্টুর স্বরণে শহীদ মোস্তাক আহম্মেদ স্মৃতি ফাউন্ডেশন এবং পারিবারিকভাবে কবর জিয়ারত, কোর আন খানি, দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
Leave a Reply