সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করেছে। ১৬ ডিসেম্বর সকালে বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট মাঠে উপজেলা প্রশাসন ও পরিষদ আয়োজিত বিজয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠটির কোমলমতি শিক্ষার্থীরা ১৫৫২’র ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধের ১৯৭১’র রনাঙ্গণের বিভিন্ন চিত্র দেশত্ববোধক গানের মাধমে তুলে ধরেণ। যা উপস্থিত সহ¯্রাধিক শিক্ষার্থী, অভিভাবক ও সুধী সমাজের হৃদয়নাঙ্গনে নাড়া দেয়।
পরে বিচারকের রায়ে বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে প্রথম ঘোষণা করা হলে সকলেই উচ্ছাসিত হন।
ডিসপ্লে শেষে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেণ। ডিসপ্লেতে দ্বিতীয় স্থান অধিকার করে বানারীপাড়া সরকারি ইনস্টিটিউশন পাইলট ও তৃতীয় স্থান অধিকার করে উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়।
Leave a Reply