সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি।। বাবুগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বরিশাল জেলা পুলিশ সুপার (পিপিএম,বিপিএম) সাইফুল ইসলাম।
বুধবার সকাল ১০টায় তিনি বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ’র বিভিন্ন ক্লাশে প্রবেশ করে নিরাপত্তা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
পরে বাবুগঞ্জ দাখিল মাদ্রাসা ও সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটির ব্যান্যারে তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে বাল্য বিবাহ, মাদক ও ইভটেজিংসহ বিভিন্ন অপরাধের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন এবং মেধাবি ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করেন। সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, বাবুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন।
Leave a Reply