শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এক ছাত্রকে শ্রেনী কক্ষে আপত্তিকর শব্দ করায় বিদ্যালয় থেকে ছাড়পত্রের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাবুগঞ্জ সরকারি পাইলট বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র মোঃ আরমান ক্লাস চলাকালিন সময় আপত্তিকর শব্দ করে। এ ঘটনায় তাৎক্ষনিক ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদান করা হয়।
এ ঘটনার সময় বিদ্যালয় প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ বিদ্যালয় অনুপস্থিত ছিলেন। বিদ্যালয় দ্বায়িত্বে থাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইব্রহীম খলিল শিক্ষকদের নিয়ে এক জরুরী সভায় ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দিয়েছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল বলেন ছাড়পত্র দেয়া শিক্ষার্থী আরমানের বিরুদ্ধে ছাত্রী উক্ত্যাক্ত করাসহ শ্রেনীকক্ষে শিক্ষকদের উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ (কুক,দুদু) ব্যবহার করার অভিযোগ রয়েছে।
Leave a Reply