সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের লিভার ও কিডনি রোগে আক্রান্ত কামাল হোসেনকে আর্থিক সহায়তা দিলেন সেচ্ছাসেবী সংগঠন “সজাগ”। মঙ্গলবার কামাল হোসেন’র বাড়িতে গিয়ে স্ত্রীর হাতে আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেয় সংগঠনের সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আল-আমিন ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কামাল হোসেন ২ মাস যাবৎ লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কামাল হোসেন’র স্ত্রী ফরচুন সুজ লিঃ কোম্পানিতে শ্রমিকের কাজ করে সংসার পরিচালনা করে আসছে। তাদের এক মেয়ে নবম শ্রেণিতে ও ছেলে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত রয়েছে। সজাগ সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম বলেন, সমাজের উচ্চ বিত্তদের হতদরিদ্র পরিবারটির পাশে দাড়ানো উচিত।
Leave a Reply