শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি।। নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে সারা দেশের ন্যায় বাবুগঞ্জের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে । কিন্তু সচেতনতার অভাবে বাবুগঞ্জ উপজেলার সাধারণ মানুষ বেশি ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের মতে করোনা প্রতিরোধের জন্য প্রচার প্রচারনার মাধ্যমে সাধারন মানুষদের সচেতন করে তুলতে হবে।
এমন অবস্থায় সাধারনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাঝি মোঃ মাসুম রেজা বিভিন্ন এলাকায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র হটলাইন নম্বর যুক্ত লিফলেট বিতরণ করেন। তিনি গতকাল উপজেলার নতুন হাট বাজারে ও ঢাকা-বরিশাল মহাসড়কে যাতায়াতরত যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করে মানুকে সচেতন করার চেষ্টা করেন। এসময় সরকারের দেয়া নির্দেশনা মেনে চলায় উদ্বুদ্ধ করে হাত ধোয়ার নিয়ম ও জীবানু থেকে এড়িয়ে চলার পরামর্শ দেন।
প্রয়োজনে হটলাইন -০১৭৩০-৩২৪৪০৯ ও ০১৭৪৯০৩৯০৫৫ ফোন করে করোনা সম্পর্কে যে কোন তথ্য জানার পরামর্শ দেওয়া হয়। মাসুম রেজা বলেন, করোনা প্রতিরোধে জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারনা করা উচিত।
এসময় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান, সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম বাবুল প্রমুখ।
Leave a Reply