বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার কে হাতুরি দিয়ে পিটিয়ে মাথায় যখম করে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিয়নের রমজানকাঠীর পার্শবর্তী ভরসাকাঠী এলাকায় পাট বিক্রি করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ খান বলেন, উজিরপুর বাজারে পাট বিক্রি করে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর তালুকদার উজিরপুর বাজারে পাট বিক্রি করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মনির মোল্লা, আফজাল মোল্লা, কালাম মীরার নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী হাতুরি পেটা করে গুরুত্বর আহত করে।
এসময় হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তপাত শুরু হলে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। যখম গুরুত্বর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত আলমগীরের ভাইর ছেলে স্বপন বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে এধরণের হামলা করা হয়েছে। আমি ওই সন্ত্রাসীদের শাস্তি দাবি করছি।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ খান ও সাধারণ সম্পাদক বাদল বিশ্বাস বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার আলমগীর।
হামলাকারীদের মদদদাতা সহ সকলকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি করছি। এ ঘটনায় বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থল ভরসাকাঠী উজিরপুর থানা এলাকায় বলে জানতে পেরেছি।
Leave a Reply