সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জের শীতার্ত হতদরিদ্র ভ্যান,রিক্সা ও অটোচালকদের মাঝে শীত বস্ত্র(কম্বল) পৌছে দিলেন উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন। তিনি বাবুগঞ্জের প্রতিটি ইউনিয়নে গিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে বরাদ্দকৃত প্রায় ৩ হাজার কন্বল বিতরন করেছে।এবার ভ্যান শ্রমিকদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়ায় বিভিন্ন মহলের সুনাম কুরিয়েছেন চেয়ারম্যান।
শনিবার দিনব্যপি উপজেলার ৩টি ইউনিয়নে অসহায় দুঃস্থ ও ভ্যান চালকদের মাঝে কন্বল বিতরন করা হয়। উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন ও আ’লীগের সভাপতি কাজী এমদাদুল হক দুলাল মাধবপাশা ইউনিয়নে দুঃস্থ ও ভ্যানচালকদের মাঝে শীতবস্ত্র কন্বল বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন।
সকাল ১১টার দিকে চাঁদপাশা ইউনিয়নে ভ্যান চালক ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কন্বল বিতরন করেন ও বিকালে কেদারপুর ইউনিয়নে ভ্যান চালক ও দুঃস্থদের মাঝে কন্বল বিতরন করেন উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারি, আ’লীগের সহ-সভাপতি আঃ মন্নান হাওলাদার, সহ সভাপতি মতিন রাঢ়ী, আ’লীগের সাংগঠনিক সস্পাদক ইঞ্জিঃশাহরিয়া আহম্মেদ শিল্পী, চাঁদপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যাপক ইসমাইল হোসেন কেদারপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সস্পাদক ও আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহাবুব আলম মাসুম মৃধা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply