রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
সুমন খান, বানারীপাড়া প্রতিনিধিঃ
বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট(সার্জন) ডা. আব্দুর রহিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ডা. আব্দুর রহিম বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বেতন-ভাতা সহ যাবতীয় সুযোগ-সবিধাদি ভোগ করলেও তিনি সেখানে দায়িত্ব পালণ করেন না বলে জানা গেছে।
জানা গেছে তিনি সংযুক্তিতে বরিশাল শেবাচিম হাসপাতালে রয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে সরকারী চাকুরীর পাশাপাশি বরিশাল শহরে ডায়গনোষ্টিক সেন্টারের ব্যবসা পরিচালনা করার অভিযোগ রয়েছে। তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করেন না বলেও অভিযোগ রয়েছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে এবং নগরীর সদর রোড এলাকার জনৈক দেলোয়ার হোসেন বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ করলে এখতিযার বর্হিভূত হওয়ায় সেখান থেকে বিষয়টি দেখার জন্য সিভিল সার্জনের দপ্তরে প্রেরণ করা হয়।
ওই অভিযোগ পত্র পেয়ে বরিশাল সিভিল সার্জন ডা.মো. মনোয়ার হোসেন এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ পত্রটি বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কাছে প্রেরণ করেন। বিষয়টি বর্তমানে তদন্তাধিন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে ডা. আব্দুর রহিম জানান তিনি ওই ডায়গনোষ্টিক সেন্টারে তার কোন মালিকানা নেই তবে সেখানে তিনি প্রাকটিস করেন ।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে ডায়গনোষ্টিক সেন্টারের ভবনের মালিকের সঙ্গে ডা. আ. রহিমের ভাড়া চুক্তি এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমানাদি সহ লিখিত অভিযোগ করার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় তার ক্ষমতার খুঁটির জোড় কোথায় এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
Leave a Reply