বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমটির সাবেক সভাপতি এমপি মো.শাহে আলম’র মা মোসাম্মৎ রিজিয়া বেগমের সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আছর দলীয় কার্যালয় উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ডা.খোরশেদ আলম সেলিম, শ্যামল চক্রবর্তী, সুব্রত লাল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা নুরুল হুদা, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, ফারুকুজ্জামান, আব্দুল মন্নান মৃধা প্রমূখ।
এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এমপি মো.শাহে আলম এর মা মোসাম্মৎ রিজিয়া বেগম গুরতর অসুস্থ বরিশাল শেবাচিমের আইসিইউতে চিকিৎসাধীণ রয়েছেন।
Leave a Reply