বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পটুয়াখালীর বাউফলে সরকারের ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলার সহকারি কমিশনার ভূমি অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মাদ রফিকুল ইসলামের বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী এ কমিটি গঠন করেছেন।
তদন্ত কমিটির প্রধান হচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অপর দুই সদস্য হলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার ভুমি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউফল সহকারি কমিশনার ভূমি ১০ ফেব্রæয়ারি উপজেলা ভূমি অফিস পরির্দশন করেন। এসময় তিনি ভূমি অফিসের ক্যাশবহিতে ২০১৫ সাল থেকে পরির্দশনের দিন পর্যন্ত ৬১ লক্ষ ৯৭ হাজার ৮শ’ ২১ টাকা আদায় দেখতে পান।
কিন্তু আদায়কৃত ওই টাকা হতে অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ রফিকুল ইসলাম ৪৯ টি ভুয়া চালানের মাধ্যমে জমা দেখিয়ে ৩৮ লাখ ৬৮ হাজার ৬শ ৫৪ টাকা আত্মসাৎ করেছেন। ওই টাকা ২০১৫ সাল পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যাংকে জমা হয়েছে কিনা তার সকল চালান যাচাই বাছাই করে কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য নিদের্শ দেয়া হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেন,‘আমি ১৯ এপ্রিল ২০১৫ সাল থেকে ২৭ সেপ্টেম্বর ২০১৮ সাল পর্যন্ত সাসপেন্ডেড (সাময়িক ভাবে চাকরীচুত্য) ছিলাম। এই সময়ের মধ্যে কোন ধরণের আর্থিক লেনদেন করিনি। তাই আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।
Leave a Reply