মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধিঃ মুসলমানদের ঘরে প্রতি বছর ঈদ আনন্দ আসে আবার চলে যায়। কিন্তু পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলা এলাকায় বসবাসরত মান্তা পরিবারের অসহায় শিশুদের ঈদ আছে কিন্তু আনন্দ নেই। শতাধিক মান্তা শিশু রয়েছে এ এলাকায়। তাঁদের প্রতি তাকিয়ে দেখারও যেন কেই নেই। তাদের ঈদ আনন্দের কথাও কারো ভাবনায় নেই। কেই জানতেও চায় না কিভাবে কাটে তাদের ঈদ আনন্দ।
সরকারি পর্যায়ে খোঁজখবর নেয়াতো দুরের কথা দেখা মিলছে না কোন বেসরকারি সংস্থার সাহায্য সহযোগীতার। ঈদে সবাই পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ খুিশ ভাগাভাগি করে নেবে।নতুন পোশাক পড়ে আনন্দ ভাসবে। তখন তোমরা(মান্তা পরিবারের শিশুরা) কোথায় পাবে নতুন কাপড় সরেজমিনে বগী এলাকার মান্তা পরিবারের শিশুদের কাছে এমন প্রশ্ন করলে শিশু সিমা(৯), পাখি(৭),সোনিয়া(১১), মুন্নি(১০) ও জয়নবসহ(১২) অনেকে হতাশা জড়িত কন্ঠে বলে, আমারা গরীব তাই আমাদের নতুন কাপড় দেয়ার কেই নেই।বাবার আয়ে সংসার চলে না। ঈদে নতুন কাপড়ও দিতে পারে না।
তাই আমাদের ঈদ আনন্দ হয় না। মান্তা শিশুরা জানায়, নতুন পোশাক নেই তাদের। পুরাতন কাপড় দিয়েই কাটিয়ে দেবে খুশির ঈদ । ঈদে সেমাই বা ফিন্নি জুটবে কিনা তাও নিশ্চিত নয়।
এ সব কোমলমতি শিশুদের দিকে হাত বাড়ায়নি কেউ । এবার ঈদে কেউ তাদের পাশে দাড়াবে কি না তাও জানা নেই।মান্তা পরিবারের ষাটোর্ধ বৃদ্ধ হাশেম সরদার জানান, সারা বছরই দুবেলা পেট ভরে খেতে পাওয়াই তাঁদের এক পরম সৌভাগ্য। সেখানে তাঁদের নতুন জামা কাপড় স্বপ্নের মত। তাঁদের কাছে ঈদ যেন নতুন চাঁদ দেখার মাঝেই সীমাবদ্ধ।
ঈদের দিন আর বছরের অন্যান্য দিন প্রায় একই।দায়িত্ব প্রাপ্ত বাউফল উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বলেন, এরকম সম্প্রদায়ের কথা শুনেছি। খোঁজ খবর নিয়ে সাধ্যমত সাহায্য সহযোগীতা করা হবে।
Leave a Reply