রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ (০৬ এপ্রিল) শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ক্যাম্পাসে চলমান ক্লাশ বন্ধ হয়ে যায়।পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ আঃ রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের মাঝে ছোটখাটো মারামারির ঘটনা ঘটেছে। তবে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দুই দফায় মারধরের ঘটনায় আহত হয়েছেন ইলেকট্রনিক্স ২য় বর্ষের ছাত্র রাব্বী গাজী, ওই একই শ্রেনীর সৈয়দ শাহরুল শান্ত ও তানভীর।আহত তানভীর জানান, ক্লাশ শেষ হতেই সাজ্জাদ শান্ত বহিরাগতদের নিয়ে আমাকে, রাব্বী গাজী ও সৈয়দ শাহরুল শান্তকে মারধর করে।শাহরুল শান্ত তার পিঠের আঘাতের চিহ্ন দেখিয়ে বলেন, লাকড়ি, রড দিয়ে আমাদের বেদম মারধর করে। এতে আমরা জখমি আহত হলেও রাব্বী গাজীর মাথা ফেটে গেছে। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎিসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।শিক্ষার্থীরা জানান, সাজ্জাদ শান্তর নেতৃত্বে বহিরাগত রাফি, তাকি, মাহিন, শান্ত, রাজা, মুশফিকসহ ১০/১২ জন মিলে মারধর হামলা চালায়।
বিষয়টি অধ্যক্ষকে জানাতে গেলে বহিরাগতরা ক্যাম্পাস ত্যাগ করে।এদিকে মারধরের ঘটনার বিচার চাইতে গেলে ইলেকট্রমেডিকেলের চীফ ইন্সট্রাকটর (সিআই) আনিসুর রহমান দুইজন ছাত্রকে মারধর করেছে বলে অভিযোগ করেছে শিক্ষাথীরা। মারধরের সময় নিচে পরে গিয়ে আহত হয় দুইজন। তারা হলেন, ট্যুরিজম বিভাগের ছাত্র ওমর ফারুক ও নাইমুল ইসলাম।এ বিষয়ে শিক্ষক আনিসুর রহমান জানান, এ ঘটনায় মাহি নামে একটি ছেলে আহত হয়েছে। তিনি দাবী করেন, মারধরের ঠেকাতে গিয়ে নিজেই তোপের মুখে পরেছেন।
Leave a Reply