শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক//
বহুল আলোচিত ৭ খুন মামলার ফাঁসির পলাতক আসামি সেনাবহিনী থেকে বরখাস্ত হওয়া সৈনিক আল-আমিন শরীফকে (৩৮) গ্রেপ্তার করেছে বরিশালের বাকেরঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী গ্রামের খালেক শরীফের পুত্র।
বাকেরগঞ্জ থানা সূত্রে জানা গেছে- নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় ফাঁসির রায় হওয়ার আগে থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সৈনিক আল-আমিন। ওই মামলার রায় ঘোষণার পর সংশ্লিস্ট আদালত থেকে একটি গ্রেপ্তারি পরোয়ানা বাকেরগঞ্জ থানায় আসে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, আল-আমিনের গ্রেপ্তারি পরোয়ানা বাকেরগঞ্জ থানায় আসার পর তাকে গ্রেপ্তার করতে নানা প্রচেস্টা চালানো হয়। ওসি জানান, গোপন সুত্রে তারা জানতে পারেন আল-আমিন রাজধানীর শাহবাগ এলাকায় থাকে। এ খবর পাওয়ার পর বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে শাহবাগ থেকে আল-আমিনকে গ্রেপ্তার করে।
Leave a Reply