রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:স্থাপত্য বিভাগের অনাপত্তি নিয়ে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের পুরাতন ৫টি ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান। আজ বুধবার সকাল ১১ টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এই নির্দেশ প্রদান করেন।
তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, জেনারেল হাসপাতালের ৫টি ভবন খুবই পুরতন ও ঝূঁকিপূর্ণ। তাই এগুলো ভেঙে ১০০ শয্যার হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করে নতুন ভবন নির্মান করা হবে। যদিও নতুন ভবন নির্মানের সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছে।
একই সাথে নির্মানাধীন ২০০ শয্যা বিশিস্ট শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালের নির্মান কাজ দ্রুত গতিতে করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
পরে বরিশাল সদর হাসপাতাল এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী হাসপাতালে ঠিকভাবে স্বাস্থ্য সেবা পাচ্ছে কিনা এ বিষয়ে রোগীদের কাছে খোঁজ-খবর নেয় এবং হাসপাতলে দায়িত্বরতদের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার ওপর জোর দিয়ে বিভিন্ন দিক-নির্দেশ দেয়।
পরে বরিশাল সদর হাসপাতাল এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন সহ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তারা।
দুপুরের পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
Leave a Reply