রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
পারভেজ॥ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বরিশাল এর মানবিক জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ উপলক্ষে বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস সম্নাননা স্বারক উপহার দিয়েছে।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যাক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব আমিন উল আহসান স্বাক্ষরিত তালিকা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সালে প্রাথমিক পর্যায়ে বিশেষ অবদান রাখায় ওই তালিকায় ২১ জনকে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়।
জেলা প্রশাসক ক্যাটগরীতে বরিশালের জসীম উদ্দীন হায়দার এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বরিশাল জেলা প্রশাসকের এ অর্জনে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্দ্যাগে ৩১শে অক্টোবর সোমবার দুপুর ৩ ঘটিকায় তার অফিস কার্যালয় কক্ষে এই সম্মাননা স্বারক তুলে দেয়া হয়। উক্ত আয়োজনে সংগঠন এর সভাপতি পারভেজ সিকদার ও সদস্য রাসেল উপস্থিত ছিলেন।
এ সময়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সংগঠন এর সাফল্য কামনা করেন।সম্প্রীতি ২০ অক্টোবর সংগঠন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করেন।
Leave a Reply