বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর কোতয়ালী থানার ২২ নং ওয়ার্ড জিয়া সড়ক এলাকার লোয়ারপোল নামক স্থানে একটি পরিত্যাক্ত ভবনের ভিতরে মাদক সেবনের সময় ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় জনতা।
আজ বুধবার (৬ মে ) দুপর বারটার দিকে পুলিশ তাদের আটক করে কোতয়ালী থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী থানার এস আই বশির আহমেদ।
আটক ৪ জন হচ্ছে, চহুতপুর শেরে বাংলা সড়কের মৃত শিপনের পুত্র শান্ত (১৫),পলাশের পুত্র রোহান(১৫),হাসপাতাল রোডের অশোকের পুত্র আকাশ (১৬), একই এলাকার মৃত লিটুর পুত্র শাহিন(১৬)। কোতয়ালী থানার এস আই বশির আহমেদ ভয়েস অব বরশিালকে বলেন,পরিত্যাক্ত ভবনের ভিতরে ৪ জন বসে গাছা সেবন করছিল।
স্থানীয় লোকজন সেটা দেখতে পেয়ে ভবনের ভিতরে প্রবেশ করে তাদের ঘিরে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের হাতেনাতে আটক করেন। কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম ভয়েস অব বরিশালকে বলেন, ‘আটক করা ৪ জনের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
Leave a Reply