বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
রাব্বি হোসেন ॥ বরিশাল নগরীতে বসতঘরের জানালা কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ দশ হাজার টাকা, দুই ভরি স্বর্ণ ও দোকানে প্রবেশ করে ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র। বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের শেরে বাংলা সড়কের চৌহতপুর এলাকার আঃ মালেক আকনের পুত্র আনিচ আকনের ঘরে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানা পুলিশ।
এঘটনায় আজ মঙ্গলবার (১২ অক্টোবর ) আনিচ আকন এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বাড়ির মালিক আনিচ আকন জানান, শুক্রবার (৮ অক্টোবর) পরিবারসহ কালিজিরা এলাকায় তার শশুর বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে চুরের দল রান্না ঘরে পূর্ব পাশে পাশের জানালা কেটে ঘরে প্রবেশ করে চুরি করে। তিনি আরও বলেন, ঘরের একটি আলমিরা ভেঙে নগদ দশ হাজার টাকা, দুই ভরি স্বর্ণ ও দোকান থেকে ৯বস্তা চাল, এক বস্তা চিনি নিয়ে যায়। প্রতিবেশী জেসমিন বেগম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে দেখি পাশের আনিচ ভাইয়ের ঘরের পূর্ব পাশের জানালা ভাঙ্গা। তখন সাথে সাথে আমি বাড়ির মালিককে অবহিত করি বিষয়টি।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কমলেশ চন্দ্র হালদার বলেন, আনিচ নামে এক ব্যাক্তি চুরির বিষয় লিখিত অভিযোগ দিয়েছেন। যেহেতু অভিযোগ দিয়েছেন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply