বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
এইচ, এম হেলাল॥ নির্দেশনা নিয়ে বিভ্রান্ত কাটছেই না। বুধবারও তাই খুলল না বরিশাল নগরীর অধিকাংশ জায়গার দোকানপাট। কোন কোন দোকান খোলা থাকবে তা নিয়ে বিপাকে নগর ব্যাবসায়ীরা । বুধবার (৬ মে ) সকাল থেকেই বরিশাল নগরীর অধিকাংশ দোকান ছিল বন্ধ।
বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় গুটি কয়েক দোকান খোলা অবস্থায় দেখা গেলেও ব্যবসায়ীরা জানান, তাঁরা ব্যবসা করার জন্য নয়, কেবল দোকান পরিষ্কার করার জন্য খুলেছেন। এ ছাড়া নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড, সাগরদী বাজার,নতুন বাজার, হাটখোলা, এলাকায় জরুরী পণ্যের দোকান ছাড়া কোনও দোকান খোলা ছিল না।
নগরীর বিভিন্ন জায়গায় কিছু চায়ের দোকান খোলা দেখা যায়। তাঁদের মধ্যেও পুলিশি আতঙ্ক দেখা গিয়েছে। এক চা বিক্রেতা বলেন, ‘‘অনেকদিন কোনও রোজগার নেই।
দোকান খোলা যাবে শুনে কিছু টাকা আয় করার আশায় দোকান খুলেছি। কিন্তু দয়া করে আমার ছবি তুলবেন না। পুলিশ জানতে পারলে দোকান বন্ধ করে দেবে।’’ ব্যবসায়ীরা জানান, বুধবার শহরে অতিপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অন্য বেশকিছু দোকান খুলে ছিল।
এদিকে সকালে দোকান খোলা নিয়ে দোটানায় ছিলেন নগরীর ব্যবসায়ীরা। ঘুরে দেখা যায় অধিকাংশ হার্ডওয়্যার দোকান, কাঠের আসবাবপত্রের দোকান, ইলেকট্রিক সরঞ্জাম, ইলেকট্রনিক্সের দোকান খোলেনি। ছোট গিফটের দোকান, মুদিখানা, স্টেশনারি দোকান খোলা ছিল।অপরদিকে নগরীতে ক্রেতাদের মধ্যে মাস্ক ব্যবহার করতে দেখা গেছে।
Leave a Reply