রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ স্বর্ণের চেইন চুরির অভিযোগে বরিশাল নগরীতে দুই নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জাহানারা বেগমের (৪০) বাড়ি কুমিল্লা ও বিলকিস আক্তারের (৩৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে। কোতয়ালি থানার এসআই দোলা জানান, লঞ্চঘাট এলাকায় এক নারীর চিৎকার শুনে টহলরত পুলিশ গিয়ে জানতে পারে অপরিচিত দুই নারী তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে। পরে অভিযুক্ত দুই নারীকে স্থানীয়দের সহায়তায় আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকদের কাছ থেকে এখন পর্যন্ত চেইনটি উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, ওই দুই নারী মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় একেক নাম-ঠিকানা বলছেন।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, আটক দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply