শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দেশের ১০টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে ক্ষতির মুখে পড়েছেন প্রায় ৩৬ লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় ইতোমধ্যে সারাদেশের বিভিন্ন সংগঠন এবং ব্যাক্তি উদ্যোগে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীরা বন্যার্তদের সাহায্যার্থে উদ্যোগ গ্রহণ করেছে। আজ শুক্রবার রাতে বিএম কলেজের ২০জন শিক্ষার্থী ত্রাণ নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওয়ান হবেন।
শিক্ষার্থীরা জানিয়েছে, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে এসেছে। ইতোমধ্যে তারা প্রায় দুইশ পরিবারে ত্রাণ বিতরণের ব্যবস্থা করেছেন।
শিক্ষার্থীরা জানান, প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি তেল, এক কেজি চিনি, আলু, পিয়াজ, মুড়ি ও চিড়া এক কেজি, সাবান, স্যানিটারি ন্যাপকিন, এক জোড়া জুতা, মশার কয়েল, মোম ও দিয়াশলাই এবং ওষুধ রয়েছে।
তারা আরও জানান, বিএম কলেজের শিক্ষার্থীরা দেশের যে কোন দূর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। ভবিষ্যতেও তারা সাধারণ মানুষের পাশে থাকবেন।
Leave a Reply