রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বাকেরগঞ্জে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত স্বাধীনতা অর্জনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা (পশ্চিম) ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ মুঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, প্রধান বক্তা ছিলেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাসিবুল ইসলাম।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া, এইচ এম কাওছার আহমাদ, ইসলামি যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম আল আমিন, দপ্তর সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হুমায়ুন কবীর, পশ্চিম চরাদি ছালেহিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম, ইসলামি আন্দোলন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম।
সেমিনারে বিশেষ বক্তা ছিলেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম। সেমিনার শেষে ইসলামি সংগীত পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠী।
Leave a Reply