সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরের রূপাতলী বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। এ সময় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
সোমবার সন্ধ্যার দিকে রূপাতলী সংলগ্ন বসুন্ধরা হাউজিংয়ে সুমন মোল্লার বাড়িতে বরিশাল সিটির মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারীরা এ হামলা চালায় বলে জানা গেছে।
আহতরা হলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন মোল্লা (৪০) ও তার সহযোগী আল আমিন (২৫)।
এ সময় সুমন মোল্লার বাড়িসহ আশপাশের তিনটি বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়। গুরুতর আহত অবস্থায় সুমন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ইফতার করতে সুমন বাড়িতে ঢোকার সময় ২৫-৩০ জন অস্ত্রধারী তাকে ধরে নিয়ে প্রকাশ্যে কোপাতে থাকে। সুমনের সঙ্গে থাকা আল আমিন এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এ সময় পাশের আরও দুটি বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা গণমাধ্যমকে বলেন, বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। তদন্ত চলছে, যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গতকাল রোববার দুপুরে মেয়রের অনুসারী শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা প্রতিমন্ত্রীর অনুসারী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। হামলায় বরিশাল সদর আসনের সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ ও তার পক্ষের ১৫ জন শ্রমিক আহত হন।
Leave a Reply