শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
 
								
                            
                       থানা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় মহান বিজয় দিবস ২০১৮ অনুষ্ঠান চলাকলিন সময় সাংবাদিকদের অবমুল্যয়ন করায় প্রশাসনের অনুষ্ঠান বর্জন করেছে সাংবাদিক বৃন্দ। হিজলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ সকল সাংবাদিকবৃন্দ একযোগে অনুষ্ঠানটি বর্জন করেন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ এখন প্রশাসনের কতিপয় কর্মকর্তাদের নিকট সাংবাদিক গন গাত্র দাহ হয়ে উঠছে। নানান অপকর্মের হোতা, অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম সাংবাদিকদের অবমুল্যয়ন করেন।
বিষয়টি তাকে বলার পরও তিনি কোন প্রকার দুঃখ প্রকাশ না করে অনুষ্ঠান চালিয়ে যান। এতে সাংবাদিক ক্ষুব্ধ হয়ে প্রশাসনের অনুষ্ঠান বর্জন করেন। এছাড়া হিজলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিভিন্ন সরকারী, বেসরকারী, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, মসজিদ মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাত, মন্দিরে প্রার্থনা মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এছাড়া উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠান গুলো নিজ নিজ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া মেনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply