শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল // বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন লুৎফর রহমান সড়কের ভাড়া বাসায় ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মারুফা বেগম হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
রবিবার রাতে নিহতের বড় ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে নগরীর বিমান বন্দর থানায় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীতের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগে এই মামলা দায়ের করেন। ওই থানার উপ-পরিদর্শক ফিরোজ আলম মুন্সিকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
নিহত মারুফা জামালপুর জেলার বেলুটিয়া গ্রামের বাসিন্দা এবং বরিশাল নগরীর কাশীপুর গণপাড়া এলাকার বাসিন্দা জহিরুল হায়দার চৌধুরীর স্ত্রী ছিলেন। তিনি নগরীর কাশীপুর ইউনিয়ন পরিষদের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।
তার স্বামী জহিরুল হায়দার চৌধুরী ঢাকায় প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানীতে কর্মরত। নিঃসন্তান মারুফা নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের জনৈক সুলতান আহমেদের মালিকানাধীন ‘শরীফ মঞ্জিলের’ তৃতীয় তলার একটি ফ্লাটে একা ভাড়া থাকতেন। ওই বাসায় গত শনিবার রাতে খুন হন তিনি। পরদিন রবিবার দুপুরে ওই বাসার দরজা ভেঙে মারুফার বিবস্ত্র রক্তাক্ত লাশ উদ্ধার করে নগরীর বিমানবন্দর থানা পুলিশ।
Leave a Reply