বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। রবিবার দুপুরের উপজেলার ২নং ওয়ার্ডের মগড়পারা গ্রামের খান বাড়ির পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এঘটনায় এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। জানা গেছে, ২ নং কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মগড়পারা গ্রামের খান বাড়ির পাশে সকালে কৃষি কাজ করতে যান ওই এলাকার সেন্টু হাওলাদার (৪৫)। এসময় তিনি চাষাবাদ করার জন্য বিভিন্ন স্থানে মাটি খুঁড়তে থাকেন । পরে তার ছেলে সাইফুল ইসলাম ( ১৪ ) ও একই কাজ করতে থাকেন। মাটি খুঁড়তে মৃত আকাশ মনি গাছের শিকরের পাশ থেকে একটি পলিথিন দেখতে পায় সাইফুল।
পলিথিন দেখে পিতা সেন্টু হাওলাদারকে বলেন সাইফুল। এসময় সেন্টু আশপাশের মানুষদের খবর দেন । পাশাপাশি তিনি এয়ারপোর্ট থানা পুলিশকে ফোন দিয়ে জানান। পুলিশ এসে আগ্নে অস্ত্রটি উদ্ধার করেন। অস্ত্রটি কে বা কারা রেখেছে তা জানা যায়নি। পলিথিনে মোড়ানো অস্ত্রটি কার ? তবে অস্ত্র উদ্ধারের পর থেকে ওই এলাকায় চলছে কানাঠুসা। ধারনা করা হচ্ছে, আগ্নে অস্ত্রটি কয়েক বছর আগে মাটিতে চাপা দিয়ে রাখা হয়েছে। ফলে অস্ত্রটি মরিচা ধরে নষ্ট হয়ে গেছে।
Leave a Reply