রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ আগৈলঝাড়ায় এক কলেজছাত্রীকে (২০) শ্লীলতাহানির অভিযোগে আরিফ মোল্লা (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম রাজিহার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আরিফ মোল্লা উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের মৃত এফাজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।
এ ঘটনায় শ্লীলতাহানীর শিকার বাবা বাদী হয়ে স্বাস্থ্য সহকারী আরিফ মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ওই মামলায় আরিফ মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করে। অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন মামলার তদন্তকারী কর্মকর্তাকে মামলার চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন।
এজাহারের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, বেলা সাড়ে ১১টার দিকে মো. আরিফ মোল্লা শিশুদের ভিটামিন এ-প্লাস টিকা খাওয়ানোর জন্য পশ্চিম রাজিহার স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে পথিমধ্যে ওই কলেজছাত্রীর বাড়িতে আশ্রয় নেন। এ সময় কলেজছাত্রী বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে আরিফ মোল্লা ঘরের মধ্যে প্রবেশ করে কলেজছাত্রীকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় কলেজছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আরিফ মোল্লা পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা ধরে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন (প্রশাসন) সাংবাদিকদের জানায়, আমি ওই ছাত্রীর বক্তব্য শুনেছি। মামলাটির চার্জশিট অতি দ্রুত দাখিলে জন্য ওসি গোলাম ছরোয়ারকে নির্দেশনা প্রদান করেছি।
এ ব্যাপারে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএএফপিও) ডা. বখতিয়ার আল মামুন বলেন, বিষয়টি জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনার তদন্ত করে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।
Leave a Reply