রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:বরিশাল-বানারীপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় আবুল কালাম (৫৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত এবং চালক মনির হোসেন গুরুতর আহত হয়েছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে উপজেলার ব্রাম্মনকাঠী এলাকায় এই দুর্ঘটনার পরপরই স্থানীয়রা চালক ফরিদ মিয়া সহ বাসটি আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
আহত মোটর সাইকের চালক মনির হোসেন জানান, গত রবিবার রাত পৌঁনে ৮টার দিকে ব্যবসায়ী আবুল কালাম (৫৫) ভাড়ায় চালিত মোটর সাইকলে নিয়ে বানারীপাড়া থেকে কুনিয়ারী গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলো।
পথিমধ্যে নেছারাবাদ থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস খাজা পরিবহন (বরিশাল ব-০৫-০০৭৪) তাদেরকে চাপা দেয়। এতে চালক সে গুরুতর আহত হয় ও ব্যবসায়ী আবুল কালাম ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয়রা ঘাতক বাস খাজা পরিবহন ও চালক ফরিদ হোসেনকে আটক করে থানা পুলিশে সোপর্দ এবং আহত মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে।
বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান জানান, সড়কে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় চালক ও বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
Leave a Reply