শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ করোনো ভাইরাসের কারণে বরিশালের আগৈলঝাড়ায় এক শিশুকে পরিবার থেকে বাহিরে বের হতে নিষেধ করায় বিষপান, মোবাইল ফোন ও পরিবারের উপর অভিমান করে বিভিন্ন স্থানে ৪জনে বিষপান করে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কোদালধোয়া গ্রামের প্রভাত পান্ডের ছেলে পিন্টু পান্ডে (১৩)কে করোনো ভাইরাসের কারণে পরিবার থেকে বাহিরে যেতে নিষেধ করেন। একারনে পরিবারের উপর অভিমান করে পিন্টু শুক্রবার সন্ধ্যান বিষপান করেন।
অন্যদিকে উপজেলার সীমান্তবর্তী পীরেরপাড় গ্রামের সুভাষ বৈরাগীর মেয়ে এইচএসসি পরীক্ষার্থী মুক্তা বৈরাগী ছোট বোন বৃষ্টির সাথে মোবাইল ফোন নিয়ে ঝগড়া করে শনিবার সকালে মুক্তা বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে।
একইদিনে উপজেলার মাগুরা গ্রামে ঝগড়া করে পরিবারের উপর অভিমান করে রাজ্জাক হাওলাদার (৪০) ও একই কারণে নগরবাড়ি গ্রামের হাকিম খানের স্ত্রী মেনেকা বেগম(৩৮) বিষপান করে করেন।
এর মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় শনিবার সকালে রাজ্জাক হাওলাদারকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।
Leave a Reply