শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারাদেশের ন্যায় বরিশালেও সেনাবাহিনী টহল লক্ষ করা গেছে। সকাল থেকেই দোকানপাট ও গনপরিবহন বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে বরিশাল নগরীর আমতলার মোড়, সাগরদি এলাকায় টহলরত অবস্থায় দেখা যায় তাদের।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, দুই প্লাটুন সেনা সদস্য টহলে রয়েছেন। অপরদিকে নগরীর সকল দোকান পাট বন্ধ রয়েছে। দূরপাল্লার এবং অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ থাকায় মানুষ দুর্ভোগে পড়েছে। অনেক যাত্রীকে মিনি পিকআপ ভ্যান, ট্রাক বা মোটরসাইকেল ভাড়া করে গন্তেব্যে যেতে দেখা গেছে।এছাড়া অভ্যন্তরীণ রুটের ছোট ছোট যানবাহন চলাচল করতে না দেয়ায় পায়ে হেঁটে নিত্য প্রয়োজনীয় কাজ করতে দেখা গেছে অনেককে।
অপরদিকে বরিশাল নদী বন্দরের সকল প্রবেশ গেট বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার। তিনি জানান, আমরা বন্দর থেকে লঞ্চ সরিয়ে দিয়েছি।
Leave a Reply