শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রমজান উপলক্ষে অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা না থাকা এবং করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব না থাকায় ১৩ প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
আজ (৩০ এপ্রিল) বৃহস্পতিবার সকাল থেকে নগরীতে দুটি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন।চৌমাথা মোড়, নথুল্লাবাদ, কাশিপুর বাজার, বাংলাবাজার, আমতলার মোড়, সাগরদি, রুপাতলী, বটতলা বাজার, বাজার রোড, চকবাজার এলাকায় এই পরিচালনা করা হয়।
রমজান উপলক্ষে বাজার মনিটরিং, জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব ভঙ্গ প্রতিরোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন অভিযান চালিয়ে ১৩ প্রতিষ্ঠান এবং এক ব্যক্তিকে ৫৮ হাজার ১০০ টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, নাজমূল হুদা।
অভিযানে বাংলাবাজার এলাকার ২টি ও চৌমাথা এলাকার ৩টি দোকানকে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে একই পণ্য বিভিন্ন দামে বিক্রি করার অভিযোগে ২০ হাজার টাকা এবং বটতলা এলাকার ২টি দোকানকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আদা, রসুনসহ কয়েকটি পণ্য বিক্রির অভিযোগে ২০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জাকির হোসেন।
ওদিকে নতুনবাজার এলাকায় আদার দাম প্রতি কেজি ৩৫০ টাকায় বিক্রয় করায় বিক্রেতা হেলালকে ৪ হাজার টাকা এবং দেলোয়ারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নথুল্লাবাদ এলাকায় ৪০ টাকা কেজির পেয়াজ ৫৫ টাকায় বিক্রি করায় ইউনুস ও নয়নকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলা বাজার এলাকায় গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করায় ইউসুফকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জিলা স্কুল মোড়ে এক মোটরসাইকেলে ৩ জন পরিবহন করার অপরাধে তুহিন নামে এক ব্যক্তিকে ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন র্যাব-৮ ও কোতয়ালী মডেল থানার পৃথক দুটি টিম।
Leave a Reply