শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
থানা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় আরএফএল বিক্রয় প্রতিনিধির উপর হামলা চালিয়ে ১লাখ ২৭হাজার টাকা ছিনিয়ে নেয়া মামলার ব্যবসায়ি গ্রেফতার। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গত ৮জানুয়ারি উপজেলার গৈলা বাজারে কালেকশনের জন্য সাথী স্যানিটারীর স্বত্তাধিকারী আনোয়ার হোসেন মীরা (৫০)র দোকানে যায় গৌরনদী এলাকার আরএফএল বিক্রয় প্রতিনিধি কুষ্ঠিয়া জেলার খোকসা উপজেলার ভবানীগঞ্জ গ্রামের সাকের আলী সরদারের ছেলে মো. ফেরদৌস সরদার।
এসময় ব্যবসায়িক পূর্ব বিরোধের জের ধরে কৌশলে ফেরদৌসকে গোডাউনে ডেকে নেয় আনোয়ার হোসেন। সেখানে নিয়ে তাকে এলোপাথারী পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেরদৌস এর সাথে থাকা নগদ ১লাখ ২৭হাজার টাকা ও তার পরিচয়পত্র ছিনিয়ে নেয় আনোয়র।
ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় ফেরদৌস বাদী হয়ে একমাত্র আনোয়ার হোসেন মীরকে আসামী করে ওই দিন রাতে থানায় মামলা দায়ের করেন, নং-২ ।
ওই মামলার একমাত্র আসামী সুজনকাঠী গ্রামের আব্দুল রশিদ মীরার ছেলে আনোয়ার হোসেন মীরাকে শুক্রবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন গ্রেফতার করে।
গ্রেফতারকৃতকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply