শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:বরিশাল জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিল এবং ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠনের দাবী জানিয়েছে ছাত্রদল নেতৃবৃন্দ। পদ অবমূল্যায়নের শিকার পদত্যাগকারি সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই দাবী জানানো হয়।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে বরিশাল প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠান চলাকালে জেলা বিএনপি সভাপতি এবং সাধারন সম্পাদকের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর ছাত্রনেতারা স্মারকলিপি প্রদান করেন।
পরে তারা কমিটি বাতিলের দাবী জানিয়ে সদররোডে বিক্ষোভ মিছিল শেষে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে।
বক্তব্যে ছাত্রনেতা সোহেল রাঢ়ী বলেন, ১/১১ থেকে আমরা বেগম খালেদা জিয়ার সকল আন্দোলনে রাজপথে দবী আদায়ের জন্য ছিলাম, আছি। ক্ষমতাশীনদের নির্যাতনের শিকার হয়েছি। বারবার পুলিশি নির্যাতনের শিকার হয়েছি। কারান্তরিন হয়েছি।
এখন পর্যন্ত প্রতিনিয়ত বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সকল আন্দোলনকে সফল করার জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এমন সময় এমন একটি জেলা কমিটি দিয়েছে যাদেরকে মাঠ পর্যায়ের কোন কর্মী চেনে না। তাদেরকে কখনও রাজপথে দেখেনি কেউ।
অবিলম্বে এই কমিটি বাতিল করে দলের স্বার্থে জিয়ার সৈনিকদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করতে হবে।
আরেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সুজন বলেন, কমিটিটি পুরোটাই একজন ব্যাক্তির নিজ স্বার্থ দেখা হয়েছে। যার কারনে দলের সাধারণ কর্মীরা আজ ঘোষতি কমিটি বাদ দিয়ে নতুন কমিটির দাবীতে রাজপথে নেমে এসেছে।
ত্যাগী নেতাদের দিয়ে যতদিনে নতুন করে কমিটি ঘোষিত না হবে ততদিনে আমাদের আন্দোলন চলবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা আসিফ আল মামুন, সহদেব শর্মা, রাজিব হাওলাদার, আরাফাত হোসেন, মারুফ, রাফি, আরাফ, রাজিব, চানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ। তারা ঘোষতি কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার জোর দাবি জানান।
Leave a Reply