সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি : বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলায় আদালতে চার্জশিট দাখিলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা এগারোটায় উজিরপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসষ্ট্যান্ডে কর্মসূচিতে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা অংশগ্রহন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহির খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, খোকন আহম্মেদ হীরা,
আরিফ আহম্মেদ মুন্না, সাইফুল ইসলাম মৃধা, শাকিল মাহামুদ আউয়াল খান, সরদার মোঃ সোহেল, খায়রুল ইসলাম, পলাশ তালুকদার, এইচএম সুমন, হাসান মাহমুদ প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারী দিয়েছেন।
Leave a Reply